আমি সারা জীবন...
পায়ে হেঁটে বাস-ট্রেন-প্লেন-লঞ্চ-জাহাজে চেপে,
মাধ্যমিক-উচ্চমাধ্যমিক -জয়েন্ট-প্রাইভেট টিউশান ছাড়িয়ে,
চাকরি-প্রমোশান-ইনসেন্টিভ-ইন্সুরেন্স-এল.আই.সি.
করিয়ে,
বিয়ে-মধুচন্দ্রিমা-রোমান্স-খুনসুটি-বাচ্চার ভবিষ্যত গড়িয়ে,
রবীন্দ্রনাথ-জীবননান্দ-গীতা-বেদ- উপনিষদ -বার্ধক্য-বৃদ্ধাশ্রম পেরিয়ে,
ঠিক দুই কিলোমিটার পথ পাড়ি দেব....
ঠিক দুই কিলোমিটার পথ..
শিশুমঙ্গল হাসপাতাল থেকে ক্যাওড়াতলা শ্মশানের দূরত্ব ঠিক যতটা.....
No comments:
Post a Comment