মাঝে মাঝে একা হওয়ার বিলাসিতা
--- আজ আর নেই !
নিঃসঙ্গতার বড়াই করতে করতে ক্লান্ত মন।
প্রিয় বকফুল শালোয়ার
জায়গা পেয়েছে গলির মােড়ে –
কালো প্লাস্টিকে ঢাকা মুখ।
ফোঁটা ফোঁটা লাল রং রাস্তায় ;
হিমশীতল ঘরে শীতলতম তোর হাত।
নীল চোখ এখনও ভয়ে মাখা মাখি।
আমি কি একা ? নাকি তোমরাও সবাই ?
আরও একটা আধখালি শব্দের ব্যাগ
শেষ চিৎকারে ছারখার।
কতদিন আগুন জ্বালাইনা ......
কতদিন বৃষ্টিতে ভিজিনা ......
--- আজ আর নেই !
নিঃসঙ্গতার বড়াই করতে করতে ক্লান্ত মন।
প্রিয় বকফুল শালোয়ার
জায়গা পেয়েছে গলির মােড়ে –
কালো প্লাস্টিকে ঢাকা মুখ।
ফোঁটা ফোঁটা লাল রং রাস্তায় ;
হিমশীতল ঘরে শীতলতম তোর হাত।
নীল চোখ এখনও ভয়ে মাখা মাখি।
আমি কি একা ? নাকি তোমরাও সবাই ?
আরও একটা আধখালি শব্দের ব্যাগ
শেষ চিৎকারে ছারখার।
কতদিন আগুন জ্বালাইনা ......
কতদিন বৃষ্টিতে ভিজিনা ......
No comments:
Post a Comment