মনে
পড়ে সেই
প্রথম দিনের
কথা ?
অবাক
চোখে তাকিয়ে ছিলাম তোর
দিকে-
কি
জানি একটা
ঘোর লেগেছিল চোখে!
ছুঁয়ে
দেখেছিলাম-
তোর
বুকের পাঁজরগুলো।
পেয়েছিলাম আমার মতোই
আরও অনেককে!
মুগ্ধ, বিস্মিত, কৌতুহলী কিংবা
ভীতও!
তারপর
থেকে অনেকটা পথ পার
করেছি।
তুই
এসেছিস নানা
ভাবে, নানা সাজে;
কিন্তু সঙ্গ ছাড়িসনি।
কখনও
বিরক্ত হয়েছি-
তোর
আঁকড়ে ধরার
চেষ্টায়।
কিন্তু যেন এগিয়ে
আসছে সেই
সময়-
তোকে
ছেড়ে যাওয়ার,
Just
miss করার।
আমার
কান্না-হাসির মুহূর্ত,
টিফিন
কাড়ার ঝগড়া;
বেঞ্চ
যখন তবলা,
আর
তুই গানের
আখড়া।
আজ
শাস্তি পাওয়ার দিনে,
ক্লাসরুম দাঁড়িয়ে কাঁদে
একলা মনের
কোণে।।
No comments:
Post a Comment