আমি ধূমকেতু
স্বল্প সময়ের উজ্জ্বলতাটুকু আমার সম্বল
আর সম্বল তোমরা ...
তোমাদেরই ভাষা আমি,
তোমাদেরই হারানো সুর,
তোমাদের ফিরে পাওয়ার গল্প।
তোমাদের প্রতিবাদের আগুন
ঝরে পড়ুক আমার বুক চিরে।
তোমাদের মনন হৃদয়
প্রকাশিত হোক আমার শরীরে।
তোমাদের প্রতি নিবেদিত প্রাণ,
তোমাদেরই,
BEতান।
No comments:
Post a Comment